সমাজের আলো: সাতক্ষীরার শ্যামনগরের হাওয়ালভাঙ্গীতে আদালতের নির্দেশ অমান্য করে অবৈধভাবে অন্যের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক দ্বীন মজুর। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্যামনগরের হাওয়ালডাঙ্গী গ্রামের মৃত মাওলা পাড় এর ছেলে নেছার আলী।

লিখিত বক্তব্যে তিনি বলেন শ্যামনগরের আটুলিয়া মৌজায় বি আর এস খতিয়ান ২৯৬৭, ডিপি ১৮৩০ ও ২৯৬৭, দাগ নং ৭২৯০ মোট জমি ৮২ শতকের মধ্যে ১৮.৫০ শতক ভূমি দাবীকৃত বিরোধীয় সম্পত্তি ২০২২ সালে ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। কিন্তু সম্প্রতি একই এলাকার মৃত সমসের গাইনের পুত্র রাশিদুল গাইনের নেতৃত্বে মৃত হকমান সরদারের পুত্র মোস্তফা সরদার এবং মোস্তফা সরদারের পুত্র ছামাদ সরদার, সাদ্দাম সরদারগং সম্পূর্ণ অবৈধভাবে আমার উক্ত সম্পত্তি দখলের চক্রান্ত চালাচ্ছেন এবং খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। আমি উপায়ন্তর হয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। উক্ত মামলায় বিজ্ঞ আদালত উক্ত সম্পত্তিতে ১৪৫ ধারা জারি পূর্বক সেখানে ১ম পক্ষ অর্থ্যাৎ আমাকে ধান চাষাবাদ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং ২য় পক্ষকে বারিত থাকার নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেন রাশিদুল আইন আদালতের সে নির্দেশের তোয়াক্কা না করে সম্পূর্ণ গায়ের জোরে উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাশিদুল গাইন অত্র এলাকার একজন চিহ্নিত ভূমিদস্যু, সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি। তার অত্যাচারে অত্র এলাকার সাধারণ মানুষ অতীষ্ট। রাশিদুল প্রশাসন ও আইনের তোয়াক্কা করে না। তার ভাড়াটিয়া বাহিনীর সহযোগিতায় ইচ্ছামত অন্যের সম্পত্তি দখল, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ নানান অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমি একজন অসহায় দ্বীন মজুর শ্রেণির মানুষ হওয়ায় রাশিদুল গংয়ের অত্যাচারে আজ দিশেহারা হয়ে পড়েছি। আমাকে হত্যাসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। আমি আমার সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপার মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *