শ্যামনগর প্রতিনিধি। । সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. এস এম জহুরুল হায়দায় বাবু সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ১২ অক্টোবর বিকাল ৪টায় শ্যামনগরের ঐতিহ্যবাহী নকিপুর সরকারি হরিচরন পাইলট মডেল হাইস্কুল মাঠে ২০ সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে শ্যামনগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর ফুটবল একাদশ বনাম পদ্মপুকুর আমজাদ চেয়ারম্যান (সাবেক) ফুটবল একাদশ এর মধ্যে দেশ-বিদেশের খেলোয়াড়দের সমন্বয়ে খেলাটি প্রানবন্ত হয়ে উঠে। নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষই গোল করতে না পারায় ট্রাইব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হয়। পদ্মপুকুর আমজাদ চেয়ারম্যান (সাবেক) ফুটবল একাদশ ৫-৪ গোল ব্যবধানে ট্রাইব্রেকারে শ্যামনগর শেখ রাসেল জাতীয় শিশু কিশোর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান অতিথি সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিশেষ পিপি, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এড. এসএম জহুরুল হায়দায় বাবু, বিশেষ অতিথি কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফ, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, পদ্মপুকুর ইউপি সাবেক চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, অধ্যক্ষ জুলফিকার আল- মেহেদী লিটন, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, শ্যামনগর সদর ইউপি সচিব আমিনুর রহমান প্রমুখ উপস্থিতিতে উভয় দলকে ট্রফি পুরষ্কৃত করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *