সমাজের আলো : আটুলিয়া ইউনিয়নে আবারও গালায় ফাঁসি দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে গাইনের সিল গ্রামের শামসুর শেখের ছেলে আব্দুর রহমান (২২) নিজ বাড়িতে নেট দঁড়ি দিয়ে আত্নহত্যা করে।
প্রতিবেশী শেখ হাফিজ বলেন, রহমানের মা তার বাবাকে ডিভোর্স দিয়ে আর একজনকে বিয়ে করে। সৎ বাবা এবং মার সাথে রহমানের প্রায় ঝগড়া হতো। গত কালকেও প্রচন্ড ঝগড়া হয়েছিলো। আজ সকালে আবার কিছু নিয়ে ঝগড়া হলে সে গলায় নেটের দঁড়ি দিয়ে ফাঁস দেয়। আমি সহ এলাকার অন্যান্য লোকজন এসে তাকে মৃত অবস্থায় দেখেছি। কয়েক মাস আগে রহমান বিয়ে করেছিল। সংসারে ঝগড়ার কারনে তারা আলাদা থাকতো। স্বামী স্ত্রীর মধ্যে ভাল সম্পর্কের কথা শুনেছি। তাদের কোন সন্তান নেই।

