সমাজের আলো : ১১ টার সময় শ্যামনগর নকিপুর তোয়া বাজার জবর দখলের প্রতিবাদে ক্ষুদ্র ব্যবসায়ী ও শত শত প্রান্তিক কৃষক কাফনের কাপড় জড়িয়ে মানববন্ধন করে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ, সমাজসেবক মাহবুব এলাহী। শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ও শত শত প্রান্তিক চাষীদের উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধনে শরীরে কাফনের কাপড় জড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন।শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফসল বিক্রি করার একমাত্র বাজার কিছু স্বার্থন্বেষী অব্যাবসয়ী ব্যক্তি কতৃপক্ষকে ভুল বুঝাইয়া স্থায়ী বন্দব্যাবস্থা গ্রহণ করে তোয়া বাজার জবরদখল করেছে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাংসদ আলহাজ্ব একে ফজলুল হক প্রতিবেদককে জানান, তোয়া বাজারে শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ব্যাবসা করে জীবিকা নির্বাহ করে আসছে। প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত ফসল বেচাবিক্রির একমাত্র স্থান, এই জায়গা দখল করে নিলে শত শত ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কর্মস্থল হারাবে। প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফসল বিক্রির আর কোন উপায় থাকবেনা। তিনি তোয়া বাজার দখল উন্মুক্ত করার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *