রবিউল ইসলাম: শ্যামনগরের গরীব ও অসহায় বাবলুর দূর্বীসহ মানবিক জীবন যাপন। হাওয়াল ভাঙ্গী গ্রামের সুরাত গাজীর ছেলে বাবলু গাজী জানান, তার একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে।নাম তার মিঠু(১০)।বাবলুর কোন জমিজমা নেই।সে গরীব,অসহায় ও ভূমিহীন হয়ে অতিকষ্টে জীবন যাপন করছে।দারিদ্য সীমানায় দিনমজুর করে জীবিকা নির্বাহ করে খুবই কষ্ট করে।মাথা গোজার ঠাই হিসেবে চুনা নদীর চরে সামান্য প্রায় ১শতক জায়গায় রাস্তার কিনারায় কুঁড়েঘর তৈরি করে দিনআয় দিনেব্যয় করে জীবিকা নির্বাহ করে আসছে। অনাহারে বা অর্ধহারে খুবই কষ্টে জীবন যাপন করছে বাবলু গাজী। দক্ষিণ পশ্চিম আটুলিয়ায় চুনানদীর ভরাটে চরে এখন দরিদ্রতার সাথে সংগ্রাম করে প্রতিবন্ধী সন্তানকে নিয়ে তার পথ চলা।জীবনের একমাত্র সম্বল কুঁড়েঘর টি নিয়ে চলছে নানান ষগযন্ত্র।বাবলু গাজী বাঁচতে চান তার একমাত্র সম্বল কুঁড়েঘরে দূর্বীসহ জীবন নিয়ে।মানবিক দূষ্টিকোণ থেকে তার প্রতি সকলের মহানুবতা একান্ত কামনা করেছে বাবলু গাজী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *