সমাজের আলো : সোনামুগারী গ্রামের এক বাড়ীর ঘরে চেতনা নাশক স্প্রে করে ঘুমন্ত গ্রীলগেট কেটে নগত ৩ লক্ষ টাকা ১০ভরি ওজনের স্বর্ণালংকার ও অন্যান্য মালামল নিয়ে গেছে দূবৃত্বরা।
শুক্রবার রাত ১০টার দিকে বি আর ডিবির মাঠ সংগঠক পুতুল রানীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরে প্রবেশ করে প্রবাসী তপন কুমার মন্ডলের স্ত্রী বি আর ডিবির মাঠ সংগঠক পুতুল রানীর (৫০) ছেলে অর্নব (১২) ও ভগ্নিপতি বিমlল চৌকিদার (৫৫) কে অজ্ঞান করে ঘরে প্রবেশ করে নগদ ৩ লক্ষ টাকা, ১০ ভরি ওজনের স্বর্নালংঙ্কার ও অন্যান্য মালামল নিয়ে চম্পট দিয়েছে দূবৃত্বরা। এব্যাপারে থানায় জিডি হয়েছে।

