মোঃ ফজলুল হক,  শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় আমফান পূ্ববর্তী ও পরবর্তী সময়ে ঝুঁকিতে থাকা মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা, উদ্ধারকার্য ও ত্রাণকার্য পরিচালনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসন এর আয়োজনে সোমবার (১৮ মে ২০২০) রাত্র ৯ টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত  হয়।  সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা  প্রশাসক এস.এম মোস্তফা কামাল।

উক্ত সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), নীলডুমুর ১৭ বর্ডার গার্ড বাংলাদেশ এর সিও মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. জামিরুল ইসলাম, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা, বন বিভাগের এসিএফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল হক, নৌ বাহিনীর প্রতিনিধি, কোষ্ট গার্ডের প্রতিনিধি, নৌ পুলিশের প্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, চেয়ারম্যান গাবুরা, চেয়ারম্যান পদ্মপুকুর, চেয়ারম্যান রমজাননগর, চেয়ারম্যান বুড়িগোয়ালিনী, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান,শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন,স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলার সভাপতি স.ম ওসমান গনী সোহাগ সহ নেতৃবৃন্দ, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী সিপিপির সদস্যবৃন্দ,

সকলের সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, মঙ্গলবার সকাল থেকেই উপকূলবর্তী জনসাধারণকে সাইক্লোন শেল্টারে আশ্রয় প্রদান করা হবে। সেই সাথে নদীবেষ্টিত এলাকার মানুষদের শ্যামনগর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা করা হবে।
উপস্থিত বক্তাদের ভাষ্যমতে, ১৯৭০ সনের ঝড়ের সমমান ঝড়ের মতোই এই ঘূর্ণিঝড় আমফান উপকূলে আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ে ৩০০-৩৬০ কিঃ মিঃ ব্যাসার্ধে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে জানানো হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *