সমাজের আলো : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার ডেনমার্ক ক্রাউন প্রিন্সেস ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসনের আগমন উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার। প্রধান অতিথি বক্তব্যে বলেন আগত সম্মানিত অতিথিকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে। বিভিন্ন বাহিনী দায়িত্ব পালন করবেন। তিনি পুলিশ কর্মকর্তাদের পরিচয়পত্র সাথে রেখে পোষাক পরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের বিষয়ে বলেন। দায়িত্ব পালনে কোনরুপ অবহেলা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেন।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো: সজীব খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জামিল আহম্মেদ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদসহ জেলা পুলিশ ও ডিবি পুলিশের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

