সমাজের আলো : শ্যামনগর উপজেলায় দুস্থ,অসহায় ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(০৬এপ্রিল) সকাল ১১ টায় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিমের উদ্যোগে ও বাস্তবায়নে এবং এস সি এফ এর সহযোগিতায় ইফতারি বিতরণ অনুষ্ঠানে শরুব ইয়ুথ টিমের পরিচালক , এস এম জান্নাতুল নাঈম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বাছেত সরদার এসময় উপস্থিত ছিলেন এস সি এফ এর সদস্য হাবিবুল্লাহ আল মামুন,বুলবুল হোসেন, সাংবাদিক হুসাইন বিন আফতাব, উপজেলা যুব ফোরাম এর সভাপতি মমিনূর রহমান, সমাজ সেবক, মহিউদ্দীন সরদার, শরুব ইয়ুথ টিমের দপ্তর সম্পাদক সাইফুল্লাহ ইসলাম, সহ শরুব ইয়ুথ টিমের সদস্যবৃন্দ।

