সমাজের আলো : শ্যামনগরের উপকূলীয় ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ১০৩ নম্বর সেন্ট্রাল আবাদ চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী আনিসা আক্তারকে বেধড়ক পিটিয়ে বাম হাতের দুই জায়গায় ভেঙে দিয়েছে এক শিক্ষক। অপরাধ হলো পানি পিপাসা লাগার কারণে তারা লাইব্রেরীতে গিয়েছিল পানি খেতে। শিক্ষক এটি ভালোভাবে নেননি। একসঙ্গে ছয় সাত জন কেন লাইব্রেরীতে দেখে ক্ষেপে গিয়ে বেপরোয়া মারপিট শুরু করলেন শিক্ষক। শিক্ষকের নাম এস এম শহিদুল ইসলাম। আবাদ চন্ডিপুর বনবিবি তলার মৃত নুরবান সরদারের পুত্র তিনি।

গত শনিবার ১ আগষ্ট ২ টার দিকে এই ঘটনাটি ঘটে। মেয়েটি বর্তমানে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন আছে। অভিভাবক তার প্রাণপ্রিয় সন্তানদের শিক্ষা লাভের জন্য বিদ্যালয়ে পাঠান। আগেকার দিনের গতানুগতিক শিক্ষা ব্যবস্থার ধরন এখন পাল্টে গিয়েছে। লাঠি সোঠার ব্যবহার সেতো অনেক আগেই বদলে গিয়েছে এখন আনন্দ দানের মধ্যে শিক্ষা প্রদান এই পদ্ধতি বাংলাদেশে চলমান। তারপরেও কেন এই লাঠির নির্দয় ব্যবহার এ প্রশ্ন এখন এলাকায় মানুষের মুখে মুখে। পানি খাওয়ার অপরাধে ওই দিন আরো ৭ জনকে পিটিয়ে জখম করা হয়।।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *