রবিউল ইসলাম শ্যামনগর প্রতিনিধিঃ সুন্দরবন উপকূলীয় শ্যামনগরে সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পানে কাশিমাড়ী, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, গাবুরা ইউনিয়নের অধিকাংশ জায়গা যখন পানির নিচে প্লাবিত হয়ে লক্ষ, লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে, সবচেয়ে বেশি বিপদে আছে বয়স্ক মানুষ, শিশু ও নারী অধিকাংশ এলাকায় প্রবাহিত হচ্ছে জোয়ার ভাটা তার ভিতরেও থেমে নেই শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের স্বাস্থ্যসেবা প্রদান। দেখা যায়
৮ জুন সোমবার জয়নগর সিসি পরিদর্শনে যেয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা, ক্লিনিকের চারিপাশে লবণাক্ত পানিতে পরিপূর্ণ, ঘরে বসে স্বাস্থ্য সেবা দেয়ার কোন উপায় নেই তারপরও থেমে নেই স্বাস্থ্য সেবা প্রদান। সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা পরিদর্শনের সময় বিশেষ সেবা প্রদান করেন, সিসির চারিপাশে নোনা পানি থাকায় দীর্ঘক্ষণ সময় সেবা প্রদান করেন সিসির সামনে রাস্তার উপর। এ সময় উপস্থিত ছিলেন এ,এইচ আই- এম ডি আরিফ। সি এইচ সিপি- সাইদ, এইচ সিপি জিয়া। এইচ এ-আমিনুর। সামাজিক দূরত্ব বজায় রেখে শিশু, মহিলা ও বয়স্ক রোগীদের স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করেন। এবং জানান, দুর্যোগময় মুহূর্তে প্রত্যেকটি সিএসসিপি তাদের গ্রাম থেকে গ্রামে অসহায় রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *