সমাজের আলো ঃ শ্যামনগরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ইং ৮ আগস্ট বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ সহয়তা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জগলুল হায়দার।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, শ্যামনগর থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসেন মাসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

