সমাজের আলো: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের লেবুবুনিয়া এলাকার রিংবাঁধ ভেঙ্গে কযেকটি গ্রাম প্লাবিত হয়েছে। নতুন এই রিংবাঁধটি ভেঙ্গে যাওয়ায় ১,২,৪ ও ৮ নং ওয়ার্ড এলাকাগুলো লোনা পানি প্রচন্ড বেগে পানি ঢূকছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় শ্যামনগর উপজেলার লেবুবুনিয়া সহ গাবুরা দক্ষিণ পাড়া,গাইনবাড়ি,গাইনবাড়ি প্রাইমারী স্কুল ও গাইনবাড়ি হাইস্কুল এলাকা প্লাবিত হয়েছে। কিছুদিন আগে, আম্ফান পরবর্তীকালে রিংবাঁধ দিয়ে সে সময়ে নদীর লোনা পানি আটকানো সম্ভব হলেও পুরা গাবুরা ইউনিয়ন এখনো স্বাভাবিক হয়নি। বৃহসপতিবার (২০ আগস্ট) নতুন করে আবারো গাবুরা ইউনিয়নে খোলপেটুয়া নদীর রিংবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়। পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতোলা সহ আরও ২ স্থানে ভাংঙ্গনের তীব্রতা দেখা দিয়েছে। এছাড়া বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দূর্গাবাটী ও দাতিনাখালীতে রিংবাঁধ উপচে পানি প্রবেশ করছে। ক্ষতিগ্রস্ত সংশ্লিষ্ট এলাকার আপামর জনসাধারণ, পানি উন্নয়ন বোর্ডসহ যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন। যাহাতে দ্রুত বাঁধ রক্ষা করা সম্ভব হয়। ইয়ারব হোসেন
