সমাজের আলোঃ সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ মোল্লা (৫৫) নিজ বাড়িতে গাছের ডাল কাটতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার সকাল ১১ টায় নিজের বাড়ীতে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে পড়ে যাওযা গাছের ডাল কাটতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। তিনি উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বুড়িগোয়ালীনি গ্রামের মৃতু মেহের উদ্দিন মোল্ল্যার পুত্র বলে জানান স্কুলের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস।

