সমাজের আলো: শ্যামনগর শুকুর আলির ছেলে রমজান আলি(১৬) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮ টার দিকে পার্শ্ববর্তী শ্রীফলকাটি গ্রামের একটি মৎস্য ঘেরের বাধ দিয়ে হাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে মারা যায়। শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামের তার বাড়ি। উল্লেখ্য ইতিপূর্বে ঐ একই ঘেরে কয়েকজন মানুষ ও প্রাণি বিদ্যুৎস্পৃষ্ট হয়।এলাকাবাসির অভিযোগ ঘের কতৃর্পক্ষ ইচ্ছাকৃতভাবে মাটিতে এবং ঘেরের পানিতে বৈদ্যুতিক তার ছড়িয়ে রাখে।এমনকি রমজানের মৃত্যুর পর তার সাথে থাকা ছেলেটি ঘের কতৃর্পক্ষকে বৈদ্যুতিক মেইন লাইনটি বন্ধ করতে বললেও বন্ধ করেনি। এলাকাবাসির জানমালের নিরাপত্তার শর্তে রমজানের বিচার চাই এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।
