উপকূলীয় প্রতিনিধিঃ শ্যামনগরে ‘একটাই পৃথিবী, আসুন বাঁচি প্রকৃতির ছাদে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত সপ্তাহব্যাপি কর্মসূচি শুরু হয়েছে।কর্মসূচির উদ্বোধনী দিনে শনিবার (৪ জুন) বিকাল ৫টায় উপজেলা সদরের ইসমাইলপুর স্টেডিয়ামে উপকূলীয় শিক্ষা ও বৈচিত্র্য উন্নয়ন সংস্থা-সিডিও’র উদ্যোগে পরিবেশ বিষয়ক গান ও পথ নাটক মঞ্চস্থ হয়।সিডিও’র পরিচালক ও বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান এর সভাপতিত্বে উদ্বােধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন।বেসরকারি গবেষণা উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ। আরও উপস্থিত ছিলেন জনসংঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, বারসিকের প্রোগ্রাম অফিসার বিশ্বজিৎ মন্ডল, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক ও বারসিকের অ্যাডভোকেসি অ্যাসিস্ট্যান্ট ফজলুল হক, বারসিকের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার রুবিনা পারভিন, সিডিও ইয়ুথ টিমের সদস্য সচিব আনিসুর রহমান, সদর ইউনিটের সাবেক সভাপতি আনিসুর রহমান মিলন, সদর ইউনিটের সভাপতি মোস্তাফিজুর রহমান, সিয়াম, গাজী মোস্তাক হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির সদস্য স.ম ওসমান গনি সোহাগ।

অনুষ্ঠানে সাগর নদী নাট্য সংস্থা মঞ্চস্থ পথ নাটকে পরিবেশ সুরক্ষায় করণীয় বিষয়াবলী তুলে ধরা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *