সমাজের আলো :কাচি টুকে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বেলা বারটার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাঁধঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশুর নাম ধিমান। বয়স তিন বছর। তার পিতার নাম বাসুদেব।গ্রামবাসি বলছে শিশু ধিমান বাড়ির ছোট সিমানা পাঁচিলের উপর বসে খেলছিল। এ সময় সে নিচে পড়ে রায়।নিচে ফেলে রাখা চুলকাটা কাচিতে তার বুক বিধে যায়। তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়।

