রবিউল ইসলামঃ শ্যামনগরে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ল্যাব পদে নিয়োগে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ইমরান হোসেন সাতক্ষীরা জেলা ও উপজেলা প্রশাসক সহ সংশ্লিষ্ঠ বিভিন্ন দপ্তরে অভিযোগে উল্লেখ করেছেন যে, বিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৭ সালে উক্ত ২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু বিভিন্ন অনিয়মের অভিযোগে নিয়োগটি স্থগিত হয়ে যায়। তৎপরবর্তী সময়ে বিদ্যালয় কর্তৃপক্ষ সমঝোতার মাধ্যমে ২০১৯ সালে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সে সময় আবারও অনিয়মের অভিযোগে নিয়োগটি আদালতের মাধ্যমে স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ২০২০ সালে বিদ্যালয় কর্তৃপক্ষ পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত নিয়োগে দাতিনাখালী গ্রামের সিরাজুল ইসলামের কন্যা শরিফা খাতুন আবেদন করে। কিন্তু পরীক্ষার প্রবেশ পত্র প্রাপ্তিতে সে অযোগ্য বিবেচিত হয়। প্রবেশপত্র না পেয়ে শরিফা খাতুন আদালতের শরণাপন্ন হয় এবং নিয়োগটি স্থগিত হয়ে যায়। পরবর্তী সময়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এম এ হাসান (সহকারী বন সংরক্ষক সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা) ও স্কুলের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস শরিফা খাতুনকে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে আদালত হতে মামলাটি উঠিয়ে নেওয়ার প্রস্তাব দেন। স্কুল কর্তৃপক্ষ সমঝোতার ভিত্তিত্বে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়ে ২০২১ সালে উক্ত-২টি পদে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ ঘটনায় মোঃ বিল্লাল হোসেন যথারীতি নিয়োগের জন্য আবেদন করে। সম্প্রতি ২৮ মার্চ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টি উল্লেখ করে কর্তৃপক্ষের পক্ষে প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস স্বাক্ষরিত প্রবেশপত্র ইমরান হোসেনের বাড়িতে ডাক যোগে প্রেরণ করে এবং ইমরান হোসেন যথারীতি উল্লেখিত দিনে পরীক্ষার জন্য কেন্দ্রে উপস্থিত হয়। কিন্তু প্রবেশের পূর্বে শরীফা খাতুনের মনোনীত লোকজন ইমরানকে নির্ধারিত রুমে প্রবেশে বাধা প্রদান করে এবং পরীক্ষাতে উপস্থিত হতে বিরত রাখে। তৎসময় ইমরান হোসেন বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে জানালে কোন পদক্ষেপ গ্রহন করেনি। একপর্যায়ে ওই দিন বেলা ২টার সময় চুড়ান্ত ফলাফল ঘোষনা করে। প্রকাশ থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শরিফা খাতুনের নিয়োগের বিনিময়ে ৭লক্ষ টাকা এবং কম্পিউটার ল্যাব অপারেটর পদে শেখর ঘোরামী এর নিকট হতে ১০ লক্ষ টাকা গ্রহন করে নিয়োগ প্রদান করেন বলে জানা যায়। এবিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এম এ হাসান এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, নিয়োগ প্রদানে কোন টাকা নেওয়া হয়নি। তবে প্রধান শিক্ষ নিয়েছে কিনা আমি জানিনা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *