সমাজের আলো : এক বৃদ্ধের বিরুদ্ধে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, কৈখালী ইউনিয়েনর কৈখালী গ্রামের রিয়াজুল ইসলাম (৫২) একই গ্রামের ৬ বছরের শিশু পুকুরপাড়ে খেলা করার সময় ধর্ষণের চেষ্টা করে। শিশুটির পরিবারের পক্ষ থেকে রিয়াজুল ইসলামকে আসামি করে বুধবার সন্ধ্যায় শ্যামনগর থানা অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোর্শেদ বলেন, থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *