সমাজের আলোঃ শ্যামনগর উপজেলায় বোরো ধান প্রতি কেজি ২৬ টাকা দরে সংগ্রহ অভিযান শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১ টায় নকিপুর খাদ্য গুদামে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এমপি জগলুল হায়দার।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্যশস্য সংগ্রহ মনিটারিং কমিটির সভাপতি আ.ন.ম আবু জার গিফারি। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ,ও উপজেলা খাদ্যশস্য সংগ্রহ মনিটারিং কমিটির সদস্য মোঃ আবুল হোসেন মিয়া, নকিপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মিঠু, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মোঃ মারুফ হোসেন মিলন প্রমুখ।
