সমাজের আলো :- মাছের ঘের থেকে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ১১টার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভেটাখালী এলাকার সাত্তার মোড়লের ঘের থেকে লাশটি উদ্ধার হয়।
নিহত যুবকের নাম অপু মন্ডল।সে খুলনা জেলার বটিয়াঘাটা এলাকার বাড়আউড়িয়া এলাকার হরেন্দ্র নাথ মন্ডলের ছেলে। সে ওই ঘেরের কর্মচারী ছিল ।
সাতরাস শ্যামনগর থানার ওসি আবুল কালাম জানান, অপু মন্ডল সাত্তার মোড়লের ঘের কাজ করত। রাতে সে পানিতে পড়ে মারা যায়। সকালে ঘেরের পানি ভিতরে লাশ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায় । ধারনা করা হচ্ছে যে রাত -৫টা থেকে সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
