রবিউল ইসলাম,শ্যামনগর: এক ইউপি সদস্যের বিরুদ্ধে মৃত ব্যাক্তীর নামে উত্তোলনকৃত চাউল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। জানা গেছে, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান কাশেম মোড়লকে ভুল তথ্য দিয়ে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জলিল এলাকার এক বছর আগে মারা যাওয়া মৃত পশুপতি পরমান্যর নামে এক ব্যক্তির সরকারের দেওয়া কার্ড এর ৫৬ কেজি চাউল তুলে নিয়ে আত্মসাৎ করেন। পরমান্যের পুত্র জানান, আমার বাবার কার্ড থেকে চাউল তুলে নিয়েছে আমাদের এলাকার ইউপি সদস্য জলিল কাগজী৷ ১৭/০৩/২০২০ তারিখে উক্ত কার্ড এর ৫৬ কেজি চাউল মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মোড়লকে মিথ্যা তথ্য দিয়ে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এর জলিল কাগজী আমার বাবা পশুপতি পরমান্য এর লোক সাজিয়ে অন্য লোকদের যোগসাযোগে নিজে টিপসই দিয়ে চাউল উঠিয়ে নেন। আমরা এর বিচার চাই।

ঘটনা জানা জানির পর ইউপি সদস্য জলিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসি। এক বছর আগে মৃত ব্যক্তির নামে কি ভাবে কার্ডে চাউল উঠে এইসব প্রশ্ন সাধারণ মানুষের। অসহায় জীবিত মানুষ কার্ড পাইনা, অথচ মৃত ব্যক্তির কার্ড বহাল তবিয়তে, তার পরও সেই কার্ডের চাউল আত্মসাৎ! এই বিষয়ে ইউপি সদস্য জলিল কাগজী , আমি নিজে ওই চাউল নেয় নি। আমার এলাকার একজন গরীবকে দিয়েছি। আমি কাল অর্থাৎ শনিবার পরিষদে যেয়ে চাউল ফেরত দেবো। ইউপি চেয়ারম্যান কাশেম মোড়ল জানান, ইউপি সদস্য জলিল চাউল নিয়েছে সত্যি, তবে তিনি চাউল ফেরত দিবেন বলে জানিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *