রাকিবুল হাসান শ্যামনগরঃসাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়নের ভেটখালি কোস্টগার্ড সংলগ্ন হতে কালিঞ্চী পর্যন্ত ইটের সলিং রাস্তা টি বেহাল অবস্থা হয়ে পড়েছে যেন দেখার কেউ নেই। সরজমিনে যেয়ে দেখা যায় ভেটখালি কোস্টগার্ড হতে কালিঞ্চী পর্যন্ত রাস্তাটি চার থেকে পাঁচ কিলোমিটারের দুরত্ব রয়েছে। এই রাস্তা দিয়ে চলাফেরা প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষের সমাগম স্থানীয়দের অভিযোগ প্রতি বছর বর্ষা মৌসুমি আসলে আমাদের এই রাস্তাটি খানাখন্দে হয়ে এমন অবস্থা হয়ে যায়। যার কারনে জনসাধারণের চলাচলের ঝুকিপূর্ণ হয়ে পড়ে।উক্ত রাস্তা দিয়ে আরও চলাফেলা করে শিক্ষক শিক্ষিকা ছাএ ছাএী ও যানবাহন যেমন মোটর গাড়ি ভ্যান ইজিবাইক। চলাফেলা করে, তবে কিছু কিছু সময় দেখা যায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে খানাখন্দ গুলো রয়বয় মিল করে সংস্কার করে দিয়ে যায়। যা এক থেকে দুই মাসের বেশী টেকে না, যদি দ্রুত রাস্তাটি সংস্কার না হয় তাহলে যে কোন মুহুর্তে দুর্ঘটনার কবলে পড়তে পারে পথচারী। তাই এলাকাবাসির দাবি জাতে উক্ত রাস্তাটি দ্রুত সংস্কার হয় তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ইউনিয়ন জন প্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *