রাকিবুল হাসান শ্যামনগরঃ গত ১৮ ই আগষ্ট কৈখালীতে চলাচলের পথকে কেন্দ্র করে হামলা চালিয়ে মনিরুজ্জামান বাবু নামের একজন রেমিট্যান্স যোদ্ধাকে(প্রবাসী)মারপিট করে মারাত্মক ভাবে জখম করা হয়েছে।সে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিটের ২ নং ওয়ার্ডে বৈশখালী গ্রামের বাসিন্দা।এজহার সুত্রে জানাযায়, গত ১৮ ই আগষ্ট সন্ধা ৬ টায় বৈশখালী পাঞ্জেগানা মসজিদ হতে মাগরিবের নামাজ আদায়ের পর মনিরুজ্জামান বাবু রাস্তা দিয়ে এশার আলি মোড়লের মুদি দোকানের সামনে পৌছালে দা,লাঠি,চাকু লোহার রড নিয়ে মনিরুজ্জামান বাবুর পথ গতিরোধ করে এলোপাতাড়ি ভাবে মারপিট শুরু করে। এ সময় মনিরুজ্জামান বাবুকে প্রানে মারার উদ্দেশ্য আসামি এশার আলি মোড়ল তার হাতে থাকা দা দিয়ে মনিরুজ্জামান বাবুর মাথায় কোপ মেরে রক্তাক্ত জখম করে । আলমগীর হোসেন তার হাতে থাকা চাকু দিয়ে মনিরুজ্জামান বাবুর মাথায় আঘাত করতে গেলে কোপটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পিটে লেগে মারাত্মক ভাবে জখম হয় । মনিরুজ্জামান বাবু অজ্ঞান হয়ে মাটিতে পড়লে আসামীরা মৃত্যু ভেবে মনিরুজ্জামানের কাছে থাকা মোবাইল ফোন,স্বর্নের চেইন ও স্বর্নের আংটি নিয়ে দ্রুত ঘটনা স্থান ত্যাগ করে । বিষয়টি স্থানীয়রা জানতে পেরে মনিরুজ্জামান বাবুকে উদ্ধার করে তার পরিবারের সদস্যদের মাধ্যমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।এ বিষয় মনিরুজ্জামান বাবুর পিতা মোঃ আব্দুল মান্নান বাদী হয়ে বৈশখালী গ্রামের মৃত সিরাজ উদ্দীন মোড়লের পুত্র এশার আলি মোড়ল(৪০)আলতাপ হোসেনের পুত্র আলমগীর হোসেন (২৪)এশার আলি মোড়লের পুত্র আবু রায়হান(১৯)মৃত সিরাজ উদ্দীন মোড়লের পুত্র আলতাপ হোসেন (৪৮)এশার আলি মোড়লের স্ত্রী রাশিদা খাতুন (৩৫) সহ অজ্ঞাত ৩/৪ কে আসামী করে শ্যামনগর থানায় একটি মামলা রুজু করেন যাহার নং-২৫

