রবিউল ইসলামঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ সেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম এর নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় স্কুল ইউনিট এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় সিডিও ইয়ুথ টিম স্কুল ইউনিট এর আয়োজনে অত্র বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অনুষ্ঠানের শুরুতে পরিচয় পর্বের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- অত্র কমিটির উপদেষ্টা ও নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব শামীম আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিডিও ইয়ুথ টিম এর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল-ইমরান। নূরনগর সিডিও ইয়ুথ টিম এর নূরনগর সিডিও ইয়ুথ টিম এর সভাপতি মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুস সবুর, শ্যামনগর সিডিও ইয়ুথ টিম এর সাধারণ সম্পাদক হাফিজ, সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান, পরিমল মন্ডল প্রমূখ। এ সময় সিডিও ইয়ুথ টিম এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *