রবিউল ইসলামঃ সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন দুই শতক সরকারি জমি বিক্রি হয়েছে চার লাখ টাকায়। কয়েক দিন ধরে আলাপ আলোচনার পর সম্প্রতি সরকারি ঐ জমি হস্তান্তর হয়েছে দু’পক্ষের মধ্যে। এনিয়ে শুক্রবার দৈনিক সমাজের আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, হস্তান্তরিত জমি শ্যামনগর উপজেলা সদরের বাদঘাটা মৌজার জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সন্নিকটে। খবরে আরো বলা হয়, সাতক্ষীরা-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপথ বিভাগের শত শত বিঘা জমি অবৈধভাবে দখল করে রয়েছে স্থানীয়রা। প্রায় প্রতিদিন এসব সরকারি জমি হাত বদল করে সংশ্লিষ্টরা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। নকিপুর বালিকা বিদ্যালয়ের সামনের রাস্তার ফুটপাতসহ ঐ দুই শতক জমি ক্রয় বিক্রয় হয়েছে। ইতোমধ্যে জমি ক্রয়কারী ব্যক্তি সাতক্ষীরা-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের ফুটপাতসহ ক্রয়কৃত সওজ এর ঐ জমিতে পাকা স্থাপনা নির্মাণের কাজও শুরু করেছেন। স্থানীয়দের উদ্বৃতি দিয়ে আরো বলা হয়েছে, এভাবে প্রতিদিন সওজ এর মালিকানাধীন সরকারি জমি ক্রয় করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে মূল সড়ক সংকুচিত হয়ে দুর্ঘটনা ব্যাপকভাবে বেড়ে গেছে। এদিকে বিষয়টি তাৎক্ষণিকভাবে সওজ’র শ্যামনগর অঞ্চলের সেকশন অফিসারকে জানানো হলে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান। এই উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণই শেষ। এরপরে আর কিছু হয় না। একের পর এক দখল হয়। এ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট দপ্তরের মাঠ পর্যায়ের অনেকের যুক্ত থাকারও অভিযোগ শোনা যায়। তারপর সুযোগ সন্ধানীরা পারষ্পারিক যোগসাজসে সেখানে ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে এবং সেই প্রতিষ্ঠান মোটা অংকের টাকার বিনিময়ে হাত বদল শুরু করে। একপর্যায়ে দেখা হয়, অনেকটা সাধারণ মানুষ কমদামে ঐ জায়গা কেনেন। তারপর যখন উচ্ছেদ অভিযান শুরু হয়, তখন প্রতারিত হয় সেইসব সাধারণ মানুষ। এভাবেই চলে আসছে বছরের পর বছর। আমরা মনে করি সরকারী সম্পত্তি দখলের সময়ই তা বন্ধের ব্যবস্থা করা হোক। যারা এই দখল প্রক্রিয়ার সাথে যুক্ত প্রতারক চক্র তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

