সমাজের আলো রিপোর্ট: চাঁদাবাজি, ঘের ও জমি দখল, এতদাঞ্চলের শীর্ষ মাদক মাদক ব্যবসায়ী আবু হাসান (৩৮) পুলিশ গ্রেফতার করেছে। ১৫ জুলাই বিকাল পাঁচটার দিকে উপজেলার আড়পাঙ্গাশিষয়া এলাকা থেকে শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক নুর কামাল তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার হওয়া আবু হাসান শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালাক্ষী গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে। তিনি ইতোপুর্বে আটুলিয়া যুবলীগের সভাপতির পদ আকঁড়ে থেকে গোটা আটুলিয়া ও পদ্মপুকুরজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।
শ্যামনগর থানা প্রলিশ সূত্র জানিয়েছে, আবু হাসানের বিরুদ্ধে মোট পনেরটি মামলা রয়েছে। পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে তিনি দীর্ঘদিন উপকূলীয় এলাকায় ঘনঘন আস্তানা পরিবর্তন করে নিরাপদে অবস্থান করছিলেন। ৬ জুলাই একজনকে অপহরণপূর্বক জিম্মি করে টাকার জন্য মারপিটের অভিযোগে দায়ের হওয়া ৯/২৬২ নং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা আবু হাসানের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *