সমাজের আলো : মাদার নদীতে বড়শি ছাড়াতে গিয়ে নিখোঁজ হওয়া কেরামত গাজীর মরদেহ দীর্ঘ ২৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।
বুধবার (২৯ জুন) ভোর ৫টার দিকে মাদার নদীর চর থেকে স্থানীয়রা ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার সকালে মাছ শিকারের জন্য নদীতে ফেলা বড়শি আটকে যায়।যাওয়ার পর তাছাড়াতে গিয়ে ডুব দিয়ে নিখোঁজ হন তিনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা দিনভর অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।
স্থানীয় কৈখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, ভোরে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

প্রসঙ্গত, দুই পুত্রের জনক কেরামত গাজী শ্যামনগর উপজেলার মহেশখালী গ্রামের মৃত মনসুর গাজীর ছেলে। সহায় সম্বলহীন দিনমজুর ওই ব্যক্তি পরিবার নিয়ে মাদার নদীর চরে বসবাস করতেন।

