সমাজের আলো : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের ভামিয়া গ্রামে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। খাবারের প্রলোভনে ডেকে রতন রপ্তানের ১০ শ্রেণীতে পড়–য়া ছেলে সুদর্শন রপ্তান এমন কান্ড ঘটায়। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটলেও শিশুটির শাররীক অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রোববার সকালে ভুক্তোভোগী শিশুর পিতা শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছে। উপজেলার ৩৫ নং ভামিয়া পোড়াকাটলা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়–য়া ঐ শিশু একই গ্রামের মেয়ে।

ঘটনার শিকার শিশুর পিতা জানান বাড়িতে কেউ না থাকার সুযোগে সুদর্শন তার শিশু কন্যাকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে পাশবিক নির্যাতন করে। রাতে অবস্থার অবনতি হওয়ায় পরের দিন সকালে জ্ঞিাসাবাদের পর বিষয়টি ঐ শিশু তার মায়ের কাছে প্রকাশ করে। পরবর্তীতে তাকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন অভিযুক্তের পরিবারের সদস্যরা নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় শুরুতে তারা বিষয়টি প্রকাশ করেনি। রোববার বেলা ১২টার দিকে সুদর্শনকে অভিযুক্ত করে তিনি নিজে বাদি হয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান।

এবিষয়ে অভিযুক্ত কিশোরের দাদু বিকাশ রপ্তান জানান দিপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীতে পড়–য়া সুর্দশনের বয়স কম হওয়ায় তারা বিষয়টি মিমাংসার চেষ্টা করছেন। ঘটনার শিকার শিশুটির পরিবার যেভাবে সম্মত হয় সেভাবে তারা মিমাংসা করতে রাজি বলেও তিনি দাবি করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *