সমাজের আলো:- মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ সকাল সাড়ে নটার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর নোয়াবেকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম পলাশ হোসেন।সে শ্যামনগর উপজেলার নওয়াঁবেকি কলেজের এইচ, এস, সি ১ম বর্ষের ছাত্র।বাড়ি শ্যামনগর উপজেলা জেলেখালী গ্রামে।
শ্যামনগর থানার ওসি আবুল কালাম জানান, সকাল সাড়ে নটার দিকে বাড়ি থেকে মটরসাইকেল যোগে নোয়াবেকি কলেজে আসছিলেন । পথিমধ্যে নোয়াবেকি- মুন্সীগঞ্জ সড়কের মাঝামাঝি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সাথে ডাম্পার ট্রাকের সাথে ধাক্কা লাগে।আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
