সমাজের আলো : শ্যামনগরের উপজেলার ৩নং ইউনিয়নের ২ কোটি ১১লাখ ৩৯ হাজার ২০০ টাকার বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) বিকাল ৫ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অধিবেশনে ৩ নং শ্যামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এস এম জহুরুল হায়দার বাবু আনুষ্ঠানিকভাবে উক্ত বাজেট ঘোষণা করেন।
অত্র পরিষদের সচিব মোঃ আমিনুর রহমানের সঞ্চালনায় ও চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকিপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কৃষ্ণানন্দ মুখ্যার্জি, শ্যামনগর জোবেদা সোহরাব মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সত্তার , প্রাক্তন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, শ্যামনগর সরকারী মহসিন কলেজের সাবেক প্রভাষক নির্মল কুমার মন্ডল, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবু সরোজিৎ কুমার, মোঃ আমিনুর রহমান ইউনিয়ন পরিষদ সচিব,মোঃ আবু বক্কর সিদ্দিক ইউ পি সদস্য মোঃ আইয়ুব হোসেন,শেখ মাসুদুর রহমান,মলয় কুমার গায়েন (ঝন্টু), এস কে সিরাজুল হক ,জলিল গাজী ,মোঃ মিজানুর রহমান , মোঃ মোক্তার হোনের হোসেন , মোঃ আজিজুর রহমান, বনশ্রী মন্ডল সংরক্ষিত আসন মোছাঃ দেলোয়ারা বেগম, মোছাঃ ফরিদা খাতুন, কিংস্টার ক্লাবের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাবেক সদস্যা বেবী নাজনীন সহ ইউনিয়নের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
ছবির ক্যাপশন:শ্যামনগর উপজেলার ৩নং সদর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণায় বক্তব্য রাখছেন সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃজহুরুল হায়দার বাবু।
