রবিউল ইসলাম : শ্যামনগর থানা পুলিশের আয়োজনে রবিবার সকালে থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে উপজেলার সকল হিজড়া সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা হিজড়াদের উদ্দেশ্যে জনসাধারণের সাথে ভাল ব্যবহার করা,কোন কিছুতে অতিরিক্ত কিছু না করা সহ অন্যান্য বিষয়ে পরামর্শ দেন। তিনি আরও বলেন প্রয়োজনে তারা তাদের সুবিধা অসুবিধা নিয়ে অফিসার ইনচার্জের সাথে কথা বলতে পারবেন যে কোন সময়ে। তবে জনসাধারণের সাথে কোন রুপ খারাপ আচরণ করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন।
এ সময় আরও বক্তব্য রাখেন শ্যামনগর থানার সেকেন্ড অফিসার খবির হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জানা যায় শ্যামনগরে ১৩ জন হিজড়া রয়েছেন। এদের বাড়ী জেলা বা উপজেলার বাইরে ।
