রবিউল ইসলাম ,শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর থানা পুলিশ আজ দুপুরে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি রিট হুমায়ূনকে গ্রেফতার করেছে। গ্রেফতারের প্রাক্কালে হুমায়ুনের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে কেড়ে নেয়ার চেষ্টাকালে কয়েকজন পুলিশ সদস্য সহ অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা এস, আই, আব্দুর রাজ্জাক আহত হয়েছেন বলে জানা গেছে। ধৃত হুমায়ুন রমজাননগর ইউনিয়নের মানিকখালি গ্রামের আবুল হোসেনের পুত্র।একটি দায়িত্বশীল সূত্র জানায়, হুমায়ুন ভেটখালী গ্রামের একটি মুক্তিযোদ্ধা পরিবারকে মারপিট করে হত্যা প্রচেষ্টা সহ বেশ কয়েকটি মামলার এজাহার নামীয় আসামী। গ্রেপ্তারকৃত হুমায়ুন এলাকায় একটি নিজস্ব বাহিনী সৃষ্টি করে নানান অপকর্ম সৃষ্টি সহ বিভিন্ন সময়ে ষড়যন্ত্রমূলক মামলা সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করছে। ভেটখালী বাস স্ট্যান্ডের উপরে সরকারি খাদ্য গুদামের জায়গা লাঠিয়াল বাহিনী দিয়ে দখল করে দখলকৃত স্থানে মার্কেট নির্মাণ করে সরকারি স্বার্থ বিঘ্নিত করছে। এসব বিষয়ে কেউ প্রতিবাদ করলেই সে বিভিন্ন মিথ্যা মামলা মোকদ্দমা সৃষ্টি করে মানুষকে হয়রানি করে। তার ভয়ে এলাকায় কেউ টু শব্দ করে না। সম্প্রতি সে একটি অনলাইন পোর্টাল নয়া ডাকের সম্পাদক সেজে বিভিন্ন সময় লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের নামে বিষোদগার করে আসছে। পোর্টালটিতে বিভিন্ন সময়ে তার ইচ্ছার বিরুদ্ধে যাওয়া ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানকে নিয়ে মনগড়া নানান সংবাদ পরিবেশন করছে। এসব কারণে এলাকার পরিবেশ দারুন ভাবে উত্তপ্ত হচ্ছে।
পুলিশ সূত্র জানায়,মঙ্গলবার দুপুর ১২টার দিকে মানিকখালি গ্রামে আসামী হুমায়ূনকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ৫ সদস্য গুরুতর আহত হয়।এ অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা চিকিৎসাধীন আছে।
