সমাজের আলো : দশ মামলার আসামি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যাকে গ্রেপ্তার করা হয়েছে । এ সময় চেয়ারম্যানের সমর্থকদের হামলায় দুই এস আইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে আজ দুপুর একটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৈখালি ইউনিয়নে। গ্রেপ্তারকৃত চেয়ারম্যানের নাম আব্দুর রহিম। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান।
শ্যামনগর থানার ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, চেয়ারম্যান আব্দুর রহিমের বিরুদ্ধে দশটি মামলা রয়েছে। এরমধ্যে ছয়টি মামলায় সাজাপ্রাপ্ত। আজ দুপুরে এস আই নূর কামালের নেতৃত্বে পুলিশ কৈখালি থেকে এলাকায় চেয়ারম্যানকে গ্রেপ্তার করে। এ সময় চেয়ারম্যান সমর্থকরা তাকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা চালায় ।হামলায় এস আই নূর কামাল , এএস আই মেহেদি, পুলিশ কনস্টেবল মনির ও রিপন আহত হয়েছে। পুলিশ চেয়ারম্যান রহিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে

