রবিউল ইসলাম : শ্যামনগরের দাতিনাখালী এলাকার ভাঙন কবলিত অংশে রিং বাঁধ নির্মাণ কাজে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে। বসত ঘরের পাশর্^ দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগ এনে জিল্লুর রহমান নামের স্থানীয় এক ব্যক্তি সেখানে বাঁধ নির্মাণে বাঁধ সাধেন। এসময় পাউবো নিযুক্ত ঠিকাদারের শ্রমিকরা জোরপূর্বক কাজ করার চেষ্টা করলে জিল্লুর রহমান স্থানীয়দের নিয়ে পাউবো’র সেকশন অফিসার শাহনাজ পারভীনের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১২টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের দাতিনাখালী এলাকায়। এ ঘটনায় পাউবো’র পক্ষ থেকে শাহনাজ পারভীন বাদী হয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, আম্পানের আঘাতে উপজেলার ৫ ও ১৫ নম্বর পোল্ডারের বিভিন্ন অংশে অন্তত পঁয়ত্রিশটি পয়েন্টের বাঁধ নদীতে বিলীন হয়। আপাতত পানির প্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে ভাঙন কবলিত এসব পয়েন্টে রিং বাঁধ নির্মাণ করা হচ্ছে। তবে কোন কোন স্থানে বাঁধের পাশে মারাত্মক খাদের সৃষ্টি হওয়ায বেশকিছু দূর দিয়ে রিং বাঁধ নির্মাণ করার দরুন অনেকের বসত ভিটার কাছাকাছি অংশ দিয়েও বাঁধ নির্মিত হচ্ছে। পাউবোর পাঁচ নম্বর পোল্ডারের দায়িত্বে থাকা সেকশন অফিসার শাহনাজ পারভীন বলেন, দাতিনখালীর ভাঙন কবলিত তিনটি পয়েন্টে অস্থায়ী ভিত্তিতে রিং বাঁধ নির্মাণের কাজ চলছে। একটি পয়েন্টে রিং বাঁধ নির্মাণের ক্ষেত্রে জিল্লুর রহমানের বসত ঘরের বারান্দার উপর মাটি পড়ায় তিনি কাজ বন্ধ করে দিয়েছেন। এক পর্যায়ে স্থানীয় আবুল হোসেনের ছেলে জিল্লুর রহমান অফিস সহায়ক শাহ আলমসহ তার উপর চড়াও হওয়ার চেষ্টা করে বলেও তিনি অভিযোগ করেন। জিল্লুর রহমান জানিয়েছেন, ভাঙন কবলিত অংশে জায়গা থাকা সত্ত্বেও চেয়ারম্যানের দ্বারা প্রভাবিত হয়ে পাউবোর লোকজন তার বসত ঘরের উপর দিয়ে বাঁধ নির্মাণের চেষ্টা করায় তিনি বাঁধা দিয়েছেন। তবে মারপিটের চেষ্টা হয়নি বলে দাবি তার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *