রবিউল ইসলাম: শ্যামনগর উপজেলা পদ্মপুকুর ইউনিয়নের প্রধান রাস্তাটি ঝুঁকিপূর্ণ ও বেহাল দশায় পড়ে আছে দীর্ঘদিন। রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়ারও যেন কেউ নেই। এ ইউনিয়নের পাখিমারা খেয়াঘাট থেকে প্রধান যে রাস্তাটি চৌদ্দরশি ব্রীজ দিয়ে শ্যামনগর উপজেলা দ্বীপ গাবুরা ইউনিয়নের সাথে একমাত্র স্থল পথটি যোগাযোগ ব্যবস্থায় মিলিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এ রাস্তাটি দীর্ঘ ১১ বছর অধিক সময় পার হলেও রাস্তাটি মেরামতে কার্যকরী কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ এলাকার মানুষেরা স্কুল-কলেজ বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য, উপজেলা, জেলা শহরে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। বর্তমানে এখন বর্ষা মৌসুম চলছে। রাস্তায় এখন হাঁটু সমান কাঁদা ঠেলে মানুষ চলাচল করছে। রাস্তাটির বেহাল দশা রয়েই গেছে। এ ইউনিয়ন এবং পার্শ্ববর্তী দ্বীপ গাবুরা ইউনিয়নে একটি বড় অংশের যানবাহন চলাচলের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এ অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে অতি দ্রুত রাস্তা সংস্কারের দাবি ভুক্তভোগী এলাকাবসীর। উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট অকুল আবেদন যেনো উক্ত রাস্তাটি দ্রুত সংস্কার দাবি জানাচ্ছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *