সমাজের আলো : শ্যামনগরে ১০ ম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীকে বিয়ে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে । উক্ত ঘটনায় স্কুল ছাত্রীর আপন মামি আয়শা খাতুন বাদী হয়ে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হাকিম সবুজ ও হিমেল সহ দুইজনের নাম দিয়ে শ্যামনগর থানায় একটি এজাহার দায়ের করেছেন। ভুক্তভোগী স্কুল ছাত্রীর মামি আয়শা খাতুন যানান শ্যামনগর উপজেলার ভুরুলিয়া সোনামুগুর গ্রামের মাহবুবুর রহমান মাকুর বখাটে মাদকাসক্ত লম্পট ছেলে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হাকিম সবুজ ও বাদঘাটার হিমেল হোসেন নামের দুই যুবক গত ইং ৬/২/২১ তারিখ সকাল ৯. ৩০ মিনিটের দিকে ১০ ম শ্রেণির স্কুল ছাত্রী রুমানা খাতুন(১৪) প্রাইভেট পড়ার জন্য নকিপুর পাইলট সরকারি গালর্স স্কুলের সামনে পৌঁছালে সেখানে পুর্ব হতে ওৎ পেতে থাকা সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল হাকিম সবুজ ও হিমেল সহ অজ্ঞাত আরও দুইজন উক্ত স্কুল ছাত্রী রুমানা খাতুনকে দুটি মটরসাইকেল যোগে ফুসলিয়ে দ্রুত তুলে নিয়ে মুন্সীগঞ্জ কুলতলি এলাকায় আশরাফুল হোসেন নামের এক ব্যাক্তির বাড়িতে নিয়ে মেয়েটিকে ধর্ষনের চেষ্টা চালায়। সাথে সাথে তার ডাক চিৎকারে এলাকার ও স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে। পরবর্তীতে মেয়ের মামি আয়শা খাতুন বাদি হয়ে শ্যামনগর থানার গত ইং ৮ ফেব্রুয়ারি একটি এজাহার দায়ের করেন। ভুক্তভোগী মেয়েটি যানান শ্যামনগর থানা পুলিশ দীর্ঘসময় কালক্ষেপণ করছে মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেছে এই স্কুল ছাত্রি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *