সমাজের আলো : অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশু ও নারীসহ ৬জনকে আটক করেছে কৈখালী বর্ডার আউটপোষ্ট (বিওপি) সদস্যরা। শুক্রবার রাত দেড়টার দিকে কৈখালী বিওপি ইনচার্জ হাবিলদার মোঃ ইউনুচ এর নেতৃত্বে বিজিবি সদস্যরা কৈখালী ইউনিয়নের আরমান খা পাড়া এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, যশোর জেলার ন’পাড়া থানার শান্তিপুর গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে রফিকুল (৩৬), অভয়নগর থানার ইছামতি গ্রামের ইশরাত উল্যার ছেলে ফোরকান মোল্যা (২৮) ও তার স্ত্রী রেশমা খাতুন (২২) কালিয়া থানার পেরেজা গ্রামের নুর ইসলাম মোল্যার ছেলে ইয়াছিন মোল্যা (৪২) ও তার স্ত্রী আমেনা খাতুন (৪০) এবং একই এলাকার নাহিদ এর স্ত্রী সাবিনা খাতুন (৩৫)। বিজিবি সুত্র বলছে আটককৃতরা চোরা পথে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় ।

