রবিউল ইসলাম: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ৩৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আজ ৩০শে জুন মঙ্গলবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ডুমুরিয়া গ্রামের দুই শত পরিবারের মাঝে এবং দাতিনাখালী গ্রামের দেড় শতাধিক পরিবারের মাঝে শ্যামনগর থানা পুলিশের তত্ত্বাবধানে বাংলাদেশ ফিড ও ফ্যামিলির সহযোগিতায় সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (বার) এর নেতৃত্বে গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

