সমাজের আলো -: বিশিষ্ট কবি-লেখক সাহিত্যিক সিরাজুল ইসলামের প্রয়াণে শোক-স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ জুলাই) বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির আয়োজনে লাইব্রেরির পাঠ কক্ষে সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে শোক স্মরণ সভায় অতিথি আলোচক হিসেবে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, কবি ও সাহিত্যিক পল্টু বাসার, কবি ও সাহিত্যিক গাজী শাহজাহান সিরাজ, কবি ও সাহিত্যিক শুভ্র আহমেদ, প্রয়াত সিরাজুল ইসলামের স্ত্রী নেলি আফরিন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি নির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, তসনীমুর রহমান প্রমুখ। বিশিষ্ট কথা শিল্পী লেখক সাহিত্যিক সিরাজুল ইসলামের প্রয়াণে শোক স্মরণসভায় মরহুমের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, তাঁর লেখা থেকে পাঠ ও দোয়া ও মাগফিরাত কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যাপক গাজী আবুল কাশেম, সাহিত্য সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য প্রভাষক রেজাউল করিম, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, কবি ও সাহিত্যিক শহীদুর রহমান, বিশিষ্ট কন্ঠ শিল্পী আবু আফ্ফান রোজ বাবু, কবি সালেহা আক্তার, কবি ও সাহিত্যিক স.ম তুহিন, কবি ও কণ্ঠশিল্পী দিলরুবা রোজ প্রমুখ। এসময় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সদস্য ও শিল্পী সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু ও কবি ও ছড়াকার আহমেদ সাব্বির।
