মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীউলা ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে ভাষা শহীদদের স্মরণে অমর ২১ শে ফেব্রুয়ারী ও মহান শহিদ দিবসে আলোচনা সভা পুষ্প অর্পণ ও প্রভাতফেরিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু।প্রধান অতিথি তার বক্ত্যেবে বলেন আজ ২১ শে ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার ৭০ বছর পূর্ণ হলো আজকে।জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতি বিষয়ক সংস্থা(ইউনিসেফ) মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক প্রর্যায়ে গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হচ্ছে। এই দিনটি বাঙালি জাতির জন্য চরম শোক ও বেদনার। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার ছাত্র যুবসমাজ ও সর্বস্তরের মানুষ ঝাপিয়ে পড়ে শাসকগোষ্ঠীর উপরে। মহান ভাষা আন্দোলনের যে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল, সেই রাজপথে বর্নমালা ছড়িয়েছে,একুশ মানে মাথা নত না করার অবিনাশী চেতনা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, আঃ বারী, অতিরিক্ত সচিব খাইরুল ইসলাম, ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সাংগঠনিক সম্পাদক শিক্ষক শামীমুজ্জামান পলাশ,ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু হাসান,সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, অত্র বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা,স্কুল শিক্ষার্থী, ইউপি সদস্য,সদস্যা,গ্রাম পুলিশ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাইদ।

সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *