সমাজের আলোঃ ছবিতে যেই মায়াবী মুখের ভদ্রলোক মুরুব্বী’কে দেখা যাচ্ছে উনার নাম হাজী কামাল।থাকেন গুলশানে!এইলোক টাইলস’এর ঠীকাদারির বিজনেস করেন, যার উছিলায় নির্মান শ্রমিক’দের সাথে খুব বেশি সম্পর্ক তার সাথে!
এই লোকের টাইলস ঠীকাদারী ব্যাবসার আড়ালে মূল বিজনেস হইলো মানব পাচার!গত দশ বছরে প্রায় ৪০০ সাধারন মানুষকে লিবিয়া হয়ে ইউরোপে যাবার স্বপ্ন দেখিয়ে বেনগাজী’র অপহরন চক্রের হাতে তুলে দিয়েছেন এই হাজী কামাল!
দেশে সেই চক্রের হয়ে মুক্তিপনের টাকা তোলার দায়িত্ব’ও পালন করেন তিনি!লিবিয়াতে নিহত ২৬ জন বাংলাদেশি’দের বেশিরভাগ’ই এই লোকের হাত ধরে সেখানে গিয়েছিলো এবং এই লোক তাদের’কে অপহরনকারীদের হাতে তুলে দেয়!
আশার সংবাদ হইলো এই নামধারী হাজী’সাহেব গতকাল র‍্যাবের হাতে আটক হইছেন এবং তার গুলশানের বাসা থেকে প্রায় ৩০০ পাসপোর্ট উদ্ধার করছে র‍্যাব!
কথা হইলো;সামান্য নির্মান শ্রমিকেরা কি খুব ধনী?তারা কি অনেক ধনী ঘরের সন্তান?ভীন দেশের মরুভূমিতে ফেলে এদের’কে নির্যাতন করলেই কি,এদের পরিবার লাখ-লাখ টাকা দেয়ার ক্ষমতা রাখে?নিরিহ এই মানুষ’গুলি তো বিদেশ যায়’ই ঘরের দশজন সদস্যের মুখে ভাত তুলে দেয়ার জন্য!
অথচ;এই সমস্ত নামধারী হাজী সাহেব’রাই তাদের থালার ভাত কেড়ে নেয় রোজ!এই সমস্ত দালাল’গুলিকে উচিত শিক্ষা দেয়া উচিত সরকারের।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *