সমাজের আলো: বৈশ্বিক মহামারি করোনার (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে জনপদ থেকে জনপদে। বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যাও। সুস্থতার সংখ্যাও উল্লেখযোগ্যহারে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। কোভিড-১৯ নিয়ে আপডেট দেয়া ওয়েবসাই ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ৭ কোটি ৭ লাখ ১১ হাজার ৩৬৮ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ২৪৭ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৫৫৮ জন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *