যশোর প্রতিনিধি: যশোরে সংসদ সদস্যসহ আরো ১২ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে যশোর সদর উপজেলায় ২ জন ও অভয়নগর উপজেলায় ১০ জন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে যশোর জেলার ৯২ নমুনা পরীক্ষা করে ১২ জনের পজেটিভ হয়েছে বলে মঙ্গলবার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার। তিনি জানিয়েছেন, যশোর ছাড়াও ঝিনাইদহের ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের এবং মাগুরার ২১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ১৫১ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা পজিটিভ এবং ১৩৪ জনের নেগেটিভ ফলাফল এসেছে
যশোরের সিভিল সার্জন জানিয়েছেন, যশোর সদরে আক্রান্ত ২ জনের মধ্যে ১ জন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নর) আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়। অপরজন যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা। সাংসদ রনজিত কুমার রায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের ( সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। পুরাতন কসবার ওই ব্যক্তিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হবে। আক্রান্তদের বাড়ি লকডাউন করার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার পর্যন্ত যশোর জেলায় ১৫৪ জন করোনারোগী শনাক্ত হলো। সুস্থ হয়েছেন ৯৬ জন। এছাড়া ১ জন মারা গেছেন।#




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *