কালিগঞ্জ প্রতিনিধিঃকালিগঞ্জের ডি.এম.সি ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ শুক্রবার ( ২লা সেপ্টেম্বর)রাত সন্ধ্যায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে তার নিজস্ব বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সাথে মতবিনিময় করেন। ডি.এম.সি ক্লাবের সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদের নেতৃত্বে মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন ডি.এম.সি ক্লাবের সহ-সভাপতি মোঃ রেজাউল হক, সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ আল ইমরান, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন গাজী, সহ-সম্পাদক মোঃ মাসুম হাসান, কোষাধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, সহ-সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক হাবিব উল্ল্যাহ, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুস সালাম,প্রচার সম্পাদক জাহিদ হাসান, সদস্য মীর সুলতান মাহমুদ, সদস্য প্রসেনজিৎ ঘোষ, সদস্য মোঃ আব্দুল আলিম,সদস্য মোঃ শহিদুল ইসলাম।এ সময় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেন কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী ডিএমসি ক্লাব দীর্ঘদিন সুনাম এর সাথে কাজ করছে আমি বিগত দিনে এই ক্লাবের পাশে ছিলাম আগামীতেও থাকবো।
