সমাজের আলো: স্বচ্ছল পরিবারের গৃহবধূ রুবিনা খাতুন (৪৫)। স্বামী আব্দুস সালাম একজন ব্যবসায়ী। পরিবারে কোনো অভাব অনটন নেই। কিন্তু তার নামে ভিজিডি কার্ড ইস্যু করে চাল উত্তোলন করা হলেও কিছুই জানে না তাদের পরিবার। রুবিনার নামে চাল উত্তোলনের বিষয়ে চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে ঠেলাঠেলি লক্ষ্য করা গেছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের রিফায়েতপুর গ্রামে। রুবিনা খাতুনের ছেলে কলেজ শিক্ষার্থী সাদ্দাম হোসেন রন্টু জানান, তার মায়ের নামে দুস্থদের সহায়তার ভিজিডি চাল এ পর্যন্ত ১৫ বার উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় তাজ্জব হয়েছেন তারা। ভিজিডি কার্ডের বিষয়ে তারা কিছু জানেনও না আবার এ ধরনের সহায়তা তারা প্রত্যাশাও করেন না। বরং তারা নিজেরাই অসহায় মানুষজনকে সাধ্যমতো সহায়তা করেন। ফলে সরকারি চাল উত্তোলনের খাতায় নাম দেখে তারা রীতিমতো অবাক হয়েছেন। অপমানিত বোধ করছেন। তাহলে কোথায় গেল রুবিনা খাতুনের নামে তোলা সরকারি চাল। কে বা কারা এ ধরনের দুই নম্বরি করতে সক্ষম হলো- এমন প্রশ্নের উত্তর খুঁজতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তাদের মধ্যে ঠেলাঠেলির মাধ্যমে একে অপরের ওপর দায় চাপানোর প্রবণতা দেখা যায়। ফলে কোথায় গেল রুবিনার চাল তা নিয়ে এক রকমের ধোঁয়াশা রয়ে গেছে। রিফায়েতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আমাদের জানানো হয়নি। পরিষদে লিখিত অভিযোগ করা হলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডের সবির মেম্বারের বিষয়টি বেশি অবগত থাকার কথা। এটা তার হাতে করা




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *