সমাজের আলোঃ সদর উপজেলার সাতক্ষীরা যশোর সড়কের ঝাউডাঙ্গা বাজারে যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় এক ঘন্টা ধরে চলে যানজট।শত শত মানূষের চলাচল বন্ধ হয়ে যায়। বেশির ভাগ মানুষের মুখে নেই কোন মাস্ক।মানা হচেছ না সামাজিক দূরত্বটা। এ সময় দুই দিক থেকে আসা যানবাহন আটকে যায়। সৃষ্টি হয় যানজটের। মানুষ প্রতিযোগিতায় নেমেছে দেখলে মনে হবে ।প্রায় এক কিলোমিটার জুড়ে চলে যানজট।

