সমাজের আলো : বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে সাতক্ষীরা সদর হাসপাতালের ক্যান্টিন পরিচালক ফরিদ উদ ফেরদৌস এর বিরুদ্ধে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ মাস আগে (স্যাডো) সংস্থায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ফিল্ড অফিসারের সাথে বিয়ের প্রলোভনে পরিচালক ফরিদ উদ ফেরদৌস খান নিক্সন শারিরীক সম্পর্ক গড়ে তোলে। নলতায় পাক রওজা শরীফে নিয়ে কবুল পড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ৭ মাস ধরে বিভিন্ন স্থানে নিয়ে কৌশলে ধর্ষণ করতে থাকে। সম্প্রতি ওই ফিল্ড অফিসার অন্তসত্বা হয়ে পড়ে।সদর হাসপাতালের ক্যান্টিনে ডেকে নিয়ে ঔষধ খাইয়ে গর্ভপাত করায়। সোমবার সকাল ১১টার দিকে তিনি সিভিল সার্জন অফিসে অভিযোগ করতে যান। অভিযোগ জমা দেওয়ার পর নিক্সনের স্ত্রী রিনা পারভীর (৩৪) ও ক্যান্টিনের ম্যানেজার আজিজুল হকের উপস্থিতিতে আকলিমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। স্থানীয়রা আকলিমা খাতুনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

 
			 By সজীব মন্ডল, সহ-সম্পাদক
   By সজীব মন্ডল, সহ-সম্পাদক