সমাজের আলো : তরুনদের শিক্ষার্থী দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ, দুর্নীতি বিরোধী সাইকেল র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২১ উদযাপন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরা। ’আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টিআইবি ও সনাক-সাতক্ষীরা বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে।টিআইবি তার প্রতিষ্ঠালগ্ন থেকে সরকারি এবং বেসরকারী প্রতিটা ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি রোধ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে।ফলে টিআইবি ও সনাকের কাছে দিবসটির আলাদা গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। প্রতি বছরের মত এ বছরও তাই টিআইবি কেন্দ্রিয়ভাবে এবং সনাক স্থানীয়ভাবে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে। তবে কোভিড-১৯ অতিমারির বিষয়টি মাথায় রেখে প্রতিটা আয়োজন স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে স্বল্প পরিসরে আয়োজন করা হয় ।দিবসটি উপলক্ষে সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয় মাঠে সকাল ১১টা ৩০ মিনিটে সনাকের ইয়ূথ এনজেইজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও ইয়েস বন্ধু গ্রুপের সদস্যসহ সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান সনাক সদস্য ড. দিলারা বেগম। এ সময় সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ ও পল্টু বাসার, স্বজন সদস্য মনিরুজ্জামান টিটু ও সৈয়েদা সুলতানা, মনিরুজ্জামান মুন্না ও সাবেক ইয়েস সদস্য অহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।দুর্নীতি বিরোধী শপথ গ্রহণের পর অনুষ্ঠিত হয় সাইকেল র‌্যালি। র‌্যালিটি ট্রাফিক জ্যাম এড়াতে ছোট রুটে আয়েজন করা হয়, যা সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খুলনা রোড়, সঙ্গীতা মোড়, শহীদ আব্দুর রাজ্জাক পাকের সামনে দিয়ে, পোস্ট অফিস ও ফুড অফিস মোড় হয়ে সনাক অফিসে এসে শেষ হয়। র‌্যালিতে ৭০টির মত সাইকেলসহ প্রায় ১০০ জন অংশগ্রহন করেন।এছড়া দিবসটি উপলক্ষ্যে টিআইবি’র খুলনা ক্লাস্টারের উদ্যোগে দুর্নীতি দমন কমিশন আইন, তথ্য অধিকার আইন-২০০৯, টেকসই উন্নয়ন অভিষ্ঠ-১৬, জাতীয় শুদ্ধাচার কৌশল এবং জাতীসংঘের দুর্নীতিবিরোধী সনদ (ইউনাইটেড ন্যাশানস্ কনভেনশান এগেইনস্ট করাপশান) উপরে তরুন শিক্ষার্থীদের একটি অনলাইন অরিয়েন্টেশন এবং অরিয়েন্টেশন পরবর্তী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অরিয়েন্টেশন ও কুইজে খুলনা ও বরিশাল বিভাগের একশত জন ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য অংশগ্রহণ করেন।

দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ ও সাইকেল র‌্যালিসহ সকল আয়োজন সমন্বয় করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই, মো. রবিউল ইসলাম।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *