সমাজের আলো।।
জমির হারি না দিয়ে উল্টো মারপিট করে আহত করেছেন লিজ গ্রহীতা নুর আমিন গাজী ও তার সন্ত্রাসী বাহিনী। এঘটনায় থানায় মামলা হলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করেনি।
এঘটনায় ন্যায় বিচার চেয়ে ভুক্তভোগী মোঃ নাসির উদ্দিন তার ছেলেকে সাথে নিয়ে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের দিদার মোল্লার ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, চলতি মাসের ৫ জানুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে বাড়ির পাশে একটি হোটেল থেকে তরকারি কিনে ফেরার সময় পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।
নূর আমিনের নির্দেশে স্থানীয় সন্ত্রাসী রফিকুল সানা, তার জামাই রাজীবসহ একদল সন্ত্রাসী তাকে লোহার রড দিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে ৯৯৯ এ ফোন দিলে দেবহাটা থানার পুলিশ এসে ওই রাতেই উদ্ধার করে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় নুর আমিন গাজী, রফিকুল সানা, রাজিবসহ কয়ে কজনকে আসামি করে একটি মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে নাসির উদ্দীন আরো বলেন, তার বাবা জীবিত থাকাকালীন সময়ে টাকার প্রয়োজনে নূর আমিন গাজীর কাছে ২০১৭ থেকে ২০২১ এবং পরবর্তীতে ২০২২ থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদে একটি রেজিস্ট্রিকৃত ডিড প্রদান করেন। উক্ত ডিডের মেয়াদ শেষ হলেও এখনো তাকে জমির দখল বা প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়া হয়নি।
তিনি অভিযোগ করেন, ডিড দেওয়ার অল্প সময়ের মধ্যেই ২০১৭ সালে তার বাবা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন এবং এর নয় মাস পর ২০১৮ সালের জানুয়ারিতে তার মায়ের মৃত্যু হয়। যা তার কাছে সন্দেহজনক বলে মনে হয়। এছাড়াও ২০২৫ সালের নভেম্বর মাসে একটি পুরোনো ও মিথ্যা মামলায় তাকে জড়িয়ে ১২ দিন কারাভোগ করতে হয় বলেও তিনি অভিযোগ করেন।
নাসির উদ্দীন বলেন, বর্তমানে তার পৈতৃক ও মাতৃক ৬৫ বিঘা জমি দখলের পাঁয়তারা চলছে এবং তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং তিনিসহ তার পরিবারকে নিরাপত্তা প্রদানের জোর দাবি জানান।

